বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : সাভার থেকে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের চার প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৪। এসময় চাকরীপ্রার্থী ২০ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। সোমবার (৪ জানুয়ারি) র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এই তথ্য জানান।
তিনি জানান, রবিবার (৩ জানুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আনন্দপুর এলাকার ‘প্রজন্ম ফোর্স (প্রা.) লিমিটেড’ নামক একটি কথিত কোম্পানিতে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি চাকরি দেওয়ার কথা বলে বেকার যুবকদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করছিল। প্রতিষ্ঠানটি থেকে চার জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-শাহারা বানু (৩৫), মশিউর রহমান (২১), রবিউল ইসলাম রবি (২১) ও সাবিনা ইয়াসমিন (১৮)। চক্রটি চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিল। ঘটনাস্থল থেকে ২০ চাকরি প্রার্থীসহ ৩৭টি ফরম, ৭টি টাকা জমার রশিদের বই, ৬টি নিয়োগ বিজ্ঞপ্তি, ১০টি অঙ্গীকারনামা এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দোষ স্বীকার করেছে জানায়, তারা রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে বিভিন্ন নামে বেনামে ভূঁইফোড় প্রতিষ্ঠান খুলে দেশের বিভিন্ন স্থান হতে মধ্য শিক্ষিত বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল তরুণদের আকর্ষণীয় ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল।
এসএস