রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
সাভারে মাদকাসক্তি থেকে মুক্ত সুস্থ জীবন যাপনকারীদের নিয়ে “সুস্থতার বার্ষিকী” ও জাতীয় পুরস্কার অর্জন উপলক্ষ্যে মাদকাসক্তি মুক্ত কেন্দ্র বারাকা’র আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে।
বারাকা ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ব্রাদার বিনয় স্টিফেন গমেজ সিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যাটিক্যান সিটির রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র্যান্ডেল।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলি ক্রস ব্রাদার সম্প্রদায়ের প্রভিন্সিয়াল সুপিরিয়র ব্রাদার রিপন জেমস গমেজ সিএসসি, রাষ্ট্রদূতের সচিব ফাদার বেলিসারিও সিরো, ব্রাদার জেভিয়ার, জ্যোতি এফ. গমেজ এবং জন মন্টু পালমা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভ্যাটিক্যান সিটির রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র্যান্ডেল বলেন, বারাকা বাংলাদেশে মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনে একটি অনন্য প্রতিষ্ঠান। এখানে শুধু চিকিৎসাই নয়, মানুষকে নতুন জীবন দেওয়ার মহৎ কাজ করা হয়। তিনি বারাকার বিভিন্ন বিভাগ ও অফিস ঘুরে দেখেন।