বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোটার : সাভারে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আজম মোল্লাকে ইয়াবাসহ আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব- ৪ সদস্যরা। রাতে তাকে সাভার ইউনিয়নের জিনজিরা ও আশুলিয়ার তালপট্টি এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব হয়। র্যাব সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিত্বে গত রাতে সাভারের কলমার জিনজিরা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে আজম মোল্লাকে আটক করা হয়। এ সময় তার দখল হতে ৭২৫ পিচ ইয়াবা ট্যাবলেট আটক করা হয়। তাকে ২০১৫ সালে ইয়াবাসহ পুলিশ আটক করে এবং এ মামলায় তার দুই বছরের সাজা হয়। সে পুলিশের খাতায় তালিকাভ’ক্ত মাদক ব্যবসায়ি। সম্প্রতি মাদক মামলায় তার দুই বছরের সাজা হয়।
অন্যদিকে আশুলিয়ার তালপট্টি এলাকায় অভিযান পরিচালনাকালে জুয়া খেলার সময় ১০ জনকে আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার কার্ড, খাতা ও ৩৩ হাজার ১১৫ টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলো,আব্দুর রাজ্জাক, বেল্লাল হোসেন,মাসুদ রানা, রাজু মন্ডল,বাদশা মিয়া,নুরুল ইসলাম খলিফা,কামরুল সরদার, মঞ্জুরুল ইসলাম, ইসরাইল হোসেন ও রবিউল ইসলাম।
এবিষয়ে র্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন,আটকৃতদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএস