বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : সাভারে এক সরকারী কর্মকর্তার ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় সিংগাইর উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা শেখ শরিফুল ইসলামের ভাড়া করা ফ্ল্যাটে এ চুরির ঘটনা ঘটে।
চুরি হওয়া ওই ফ্ল্যাটের সদস্যরা জানান, গত শুক্রবার তারা রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পরে গতকাল ফ্ল্যাটে এসে দেখেন তাদের ফ্ল্যাটের জানালার গ্রীল কেটে এক দল চোর ঘরে প্রবেশ করে আলমারী ভেঙ্গে সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড় লক্ষ টাকা, ত্রিশ ভরি রুপার অলংকারসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে রাতেই সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও চুরি হওয়া মালামাল বা এর সাথে জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিউর রহমান বলেন, চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এসএস