বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোটার : সাভারে হেমায়েতপুরে অজ্ঞাত গাড়ির চাপায় পারভেজ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের বলিয়াপুরে এনআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ নোয়াখালী জেলার সুদারাম থানার পূর্ব সোলাকিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি রাজধানীর ডিপ্লোমা ইন্জিনিয়ারিং প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন।
হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পারভেজ মোটরসাইকেল করে ঢাকা যাচ্ছিলেন। পরে বলিয়াপুরের এনআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি অজ্ঞাত পরিবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবার এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসএস