বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোটার : সাভারে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে অভিযান চালিয়ে ৬টি ফার্মেসিকে ২ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ আনিসুর রহমান।
এছাড়াও অভিযান শেষে আনুমানিক ২ লক্ষ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন অবৈধ ঔষধ জব্দ করে ধ্বংস করা হয়।
এর আগে র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাসস্ট্যান্ড এলাকায় ৬ টি ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়।
এসএস