বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোটার : সাভার ও আশুলিয়া থেকে পৃথক ঘটনায় চার জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করেন।
পুলিশ জানায়, রাতে সাভারের কলমা এলাকার নিজ ঘরে এক স্কুল ছাত্রীর লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অন্যদিকে আশুলিয়ার কাঠগড়া পুকুরপাড় এলাকার ক্রসওয়্যার গার্মেন্টস থেকে ফারজানা (২২) নামের এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শ্রমিক কারখানার সাত তলার ছাদ থেকে পড়ে রহস্যজনক ভাবে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকার একটি বাড়ি থেকে শিমু নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এছাড়াও আশুলিয়ার বাইশমাইল এলাকা থেকে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। পুলিশের ধারণা অজ্ঞাত ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
পুলিশ চার জনের লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন কবির জানান, কিভাবে তাদের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস