বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
স্টাফ রিপোটার : আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। রবিবার বিকেলে রেডিও কলোনী বাসস্ট্যান্ড থেকে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করে সবুজবাগ বালুর মাঠে এসে শেষ হয়।
পরে সন্ধ্যায় সবুজবাগ বালুর মাঠে সভা অনুষ্ঠিত হয়। সভায় নৌকা মার্কা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল গণির পক্ষে ভোট প্রার্থনা করেন বক্তারা। তারা বর্তমান সরকারের গত ৫ বছরে সাভার পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন।
এসয়ম অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গণি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একে এম আফজালুর রহমান বাবু, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন।
সভায় আরো উপস্থিত ছিলেন, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল আওয়াল মামুন, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাভার থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখক নেতা-কর্মী।
এসএস