বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : সাভার পৌর নির্বাচনকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাউন্সিলর হাজী সেলিম মিয়া। তিনি প্রতিপক্ষ প্রার্থী মনির হোসেন পালোয়ান কর্তৃক তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের জবাব লিখিতভাবে দেন।
তিনি অভিযোগ করেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ প্রার্থী বিভিন্ন মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য জনগণের সমনে তুলে ধরে তার মানহানির চেষ্টা করছেন।
এ বিষয়ে তিনি নির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন বলে জানান। সংবাদ সম্মেলনে পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান আতা, কাসেম মিয়া, শফিউল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএস