বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
মানিকগঞ্জের সিংগাইরে ৫শ ১৫ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছেন ঢাকা যাত্রাবাড়ী র্যাব-১০। যার আনুমানিক মূল্য ৫১লক্ষ ৫০ হাজার টাকা। রবিবার (২৫ জুলাই) ভোর ৪টারদিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাশেরচর তিন রাস্তার মোড় জনৈক জহিরুল ইসলাম এর বোতল ফ্যাক্টরী সামনে হতে তাদের আটক করা হয় ।
আটককৃতরা হলেন-ঢাকা জেলার ধামরাই উপজেলার বোরাকই গ্রামের মৃত-টিনু সওদাগর এর পুত্র আনোয়ার হোসেন (৪২) ও একই এলাকার আফজাল হোসেনের পুত্র লিটন মিয়া (২৭)।
জানা যায়, মাদক কারবারিরা হেরোইন বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তি ঢাকা যাত্রাবাড়ী র্যাব-১০ এর একটি আভিযানিক দলের সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। এসময় তাদের নিকট থেকে ০১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৮ শত পঁচিশ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।