মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
পূর্ব শত্রুতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেরাই র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামের শুকুর মোল্লার পুত্র ফয়সাল (২৮) ও মৃত মনুর উদ্দিনের পুত্র আমির উদ্দিন।
এ ঘটনায় র্যাব-৪ এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) মো. ওয়াহিদ বাদী হয়ে বুধবার (৬ এপ্রিল) সকালে মামলা দায়ের করেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত রবিবার (৩ এপ্রিল) বিকেল ৪ টার দিকে র্যাব-৪ এর একটি টিম অভিযান চালিয়ে উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি-সোনাটেংরাচক থেকে একটি রিভলবার ও কাঠের গ্রিপারযুক্ত লোহার তৈরি একটি পিস্তল এবং ম্যাগজিনের ভেতরে দুইটি কাতুর্জ উদ্ধার করেন। গ্রেফতারকৃত ফয়সাল ও আমিরের দেয়া তথ্যানুযায়ী একই এলাকার শামসুল হক সিকদারের পুত্র আনোয়ার সিকদারকে আটক করা হয়। র্যাবের কাছে আনোয়ারের দেয়া তথ্য ও ঘটনার পারিপার্শ্বিকতায় আসল ঘটনা প্রকাশ পায়। পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তাকে কেন্দ্র করেই অস্ত্র দিয়ে আনোয়ারকে ফাঁসানোর চেষ্টা করে তারা। মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে ফয়সাল ও আমিরকে গ্রেফতারের সময় আরো ২ পরিকল্পনাকারী আহাদ ও সিদ্দিক পালিয়ে যায়।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, র্যাবের হাতে আটককৃত দু’জনসহ ৪ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে। বাকী দু’জনকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।