বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল নিজ অর্থায়নে ঈদকে সামনে রেখে দুঃস্থ ও অসহায় একহাজার পরিবহণ চালকদের ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
বুধবার (১২ মে) দুপুর ১২ টার দিকে ইউপি কার্যালয়ের সামনে স্বাস্থ্যবিধি মেনে চালকদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, তেল, লবণ, সেমাই ও নুডুলস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তারসহ ইউপি সদস্য, স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝেও ঈদ উপহার তুলে দেন।