বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
সিংগাইর ( মানিকগঞ্জ ) প্রতিনিধি : হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ইটভর্তি ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন মোঃ নজরুল ইসলাম বাবুল (৪১) নামের এক গার্মেন্টস কর্মকর্তা ।
বৃহস্পতিবার (৬মে) সকাল সাড়ে ৬ টার দিকে সড়কটির বিন্নাডাঙ্গী বাসস্ট্যান্ডে গতিরোধকের ওপর এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম বাবুল সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মৃত আব্দুল আজিজের পুত্র ও এক কন্যা সন্তানের জনক জানা গেছে, মোটর সাইকেল চালিয়ে বাবুল তার কর্মস্থল সাভারস্থ ফুলবাড়িয়ার ডার্ড গার্মেন্টসে যাচ্ছিলেন।
বিন্নাডাঙ্গী বাসস্ট্যান্ডের গতিরোধক অতিক্রম করার সময় পিছন দিক থেকে আসা ঢাকাগামী ইটভর্তি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত বাবুল ডার্ড গার্মেন্টেসের লাইন ইনচার্জ পদে কর্মরত ছিলেন।
দুপুর ২ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। নিহতের পরিবারে বইছে শোকের মাতম। এ ব্যাপারে সিংগাইর থানার এসআই বখতিয়ার বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় লাশে ময়না তদন্তের জন্য পাঠানো হয়নি। মোঃ নজরুল ইসলাম বাবুলের মৃত্যুতে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়াসহ ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় ব্যাচ-৯৫ পরিববার গভীর শোক প্রকাশ করেছেন।