বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে ইটভর্তি ট্রাক খাদে পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এতে ওই ট্রাকের চালকসহ ৩ জন আহত হয়েছেন। রবিবার (৩ জানুয়ারি ) সকাল পৌনে ১০টার দিকে সিংগাইর -হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া ডাবলব্রীজ নামক এলাকায় আল- কুরআন ওয়াসুনন্নাহ একাডেমীর (মাদরাসা) কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিংগাইর উপজেলার খোলাপাড়াস্থ আরবিএম ইটভাটা থেকে ইটভর্তি ঢাকাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-০২-১২৭৮) সড়কটির ডাবলব্রীজের পশ্চিম পাশে পৌঁছানো মাত্র চাকা ফুঁটো হয়ে ট্রাকটি দক্ষিণ পাশের খাদে পড়ে যায়। এতে ওই ট্রাকটি ভেঙ্গে চুরমার হয়ে যায়। এতে চালক আলামিন, হেলপার-ইস্রাফিল ও আলাউদ্দিন আহত হন। এলাকাবাসি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।
এসএস