বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনী চকে ফসলি জমিতে গড়ে ওঠা ৪টি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগ ওঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা ওই চকে গড়ে ওঠা এমএইচবি,জিএইচবি,টিএইচবি ও মেসার্স ডায়মন্ড ব্রিকস নামের ইটভাটা বন্ধ ও কৃষকদের ক্ষতি পূরনের দাবীতে প্রতিবাদসভা ও মানববন্ধন করেছেন।
সোমবার (৩১ মে) বিকেল সাড়ে ৩ টায় জামির্ত্তা ইউনিয়নবাসীর আয়োজনে বাস্তা-মানিকনগর সড়কের হাতনী এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল হোসেন, ইঞ্জিঃ আবু সায়েম, হাজী মো. আবুল কালাম ও শাহিনুর রহমান সেন্টু প্রমুখ। বক্তারা ৩ ফসলি জমিতে গড়ে ওঠা ইটভাটা বন্ধ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পূরনের দাবী জানান। পাশাপাশি চাপরাইল গ্রামের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা থেকে বাদ দেয়ারও প্রতিবাদ জানান তারা। মানববন্ধন ও প্রতিবাদসভা চলাকালে ভাটা মালিকদের দু’টি ট্রাক রাস্তায় চলার সময় গাছের গুড়ি ফেলে আটকিয়ে দেন প্রতিবাদকারীরা।
এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবী পূরন না হলে আগামী শুক্রবার কঠোর কর্মসূচীর ঘোষনা দেন বক্তারা । মানববন্ধনে শতাধিক কৃষক অংশ নেন।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ টিপু সুলতান সপন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে কেউ বাদ পড়লে আমাদের অফিসের সাথে যোগাযোগ করলে অবশ্যই তাকে তালিকাভূক্ত করা হবে।