বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে একই রাতে দুই জনের আত্নহত্যার ঘটনা ঘটেছে আত্নহননকারীদের মধ্যে একজন যুবক ও অপরজন গৃহবধূ।
জানা গেছে, শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর (ভাটিরচর) গ্রামের সোনিয়া (১৮) নামের এক গৃহবধূ তার বাবা আব্দুল খালেকের বাড়িতে ঘরের জানালার গ্রিলের সাথে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে। বাড়ির লোকজন স্থানীয় ইউপি সদসস্যের মাধ্যমে থানা পুলিশকে খবর দিলে পুলিশ শনিবার (৩ জুলাই ) সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। নিহত সোনিয়া ওই গ্রামের সায়েদুল ইসলামের স্ত্রী।এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
অপর দিকে, সিংগাইর পৌর এলাকার গোবিন্দল নতুন বাজার মসজিদের পেছনে ইসলাম হোসেনের ভাড়া বাড়িতে আলামিন (২২) নামের এক যুবক ঘরের আঁড়ার সাথে গলায় রশি লাগিয়ে ফাঁস নিয়ে আত্নহত্যা করে। নিহত আলামিন গোবিন্দল ডুবাইল কদমতলা গ্রামের লাবু মিয়ার ছেলে। আত্নহত্যাকারী ওই যুবক ইতিপূর্বে সড়ক দুঘর্টনায় ভারসাম্যহীন হয়ে পড়েছিলো।
আত্নহত্যার দু‘টি ঘটনাস্থলে সহকারি পুলিশ সুপার ( সিংগাইর সার্কেল) রেজাউল হক ও ওসি সফিকুল ইসলাম মোল্যা পরিদর্শন করেছেন।