রবিবার, ২৫ মে ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর এলাকায় যোগীখালী খাল দখল করে বাউন্ডারি দেয়াল নির্মাণের বিষয়টি অবশেষে নজরে এসেছে স্থানীয় প্রশাসনের। একাধিক জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে এ নিয়ে স্বচিত্র সংবাদ প্রকাশিত হয়।
সংবাদটির সূত্র ধরে সোমবার (১৫ জুন) দুপুরে সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা ঘটনাস্থলে যান। ব্রীজ অকার্যকর করে খালের মধ্যে বাউন্ডারি দেয়াল নির্মাণের সত্যতা পান এবং সীমানা পরিমাপ করে লাল নিশান লাগিয়ে দেন। সেই সঙ্গে দেয়াল নির্মাণকারী সুজন মেটাল ইন্ডাষ্ট্রিজের মালিক দেওয়ান তমিজ উদ্দিনকে (তজু কোম্পানী) খালের অংশে নির্মাণাধীন দেয়াল ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন।
এ সময় চান্দহর ও জামির্ত্তা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ও কামরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এ দ্রুত হস্তক্ষেপকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা বলেন, প্রবাহমান খালটির ব্রীজের অংশে নির্মিত দেয়াল ৭ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।
এসএস