Dailybdnews360.Com
- ২০ জুলাই, ২০২০ / ১৩৯ বার পঠিত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুতের খুঁটির সাপোর্টিং তারে স্পর্শ হয়ে মোঃ মকবুল হোসেন (৩০) নামের এক সন্তানের জনকের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মোঃ আব্দুর রহিম মোল্লার পুত্র।
নিহতের পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় বছর খানেক আগে ওই গ্রামের মৃত মোন্নাফ মোল্লার স্ত্রী জরিনা বেগম তার জমির ওপর স্থাপিত বৈদ্যুতিক পিলারের সাপোর্টিং তার (গাই তার)কেটে ফেলেন।
এতে স্থানীয়রা বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসকে জানালেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। শুষ্ক মৌসুমে দুর্ঘটনা না ঘটলেও চলমান বর্ষায় পিলারের নিচে জমে থাকা বৃষ্টির পানিতে সাপোর্টিং তার মূল লাইনের তারের সাথে স্পর্শ হওয়ায় বিদ্যুৎ সঞ্চালন ঘটে। মকবুল সকালে বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে যাওয়ার পথে ওই বিদ্যুতের তার পায়ে জড়িয়ে গেলে ঘটনাস্থলে পড়ে থাকে।
এ সময় প্রতিবেশী শরিয়ত উল্লাহ পাশ দিয়ে যাওয়ার পথে মকবুলকে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। পরে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে লাইন বন্ধ করে তাকে উদ্ধার করেন। এ সময় মকবুলের ডান পায়ে তার জড়ানোর স্থানে গভীর ক্ষত চিহ্ন দেখা যায়। উদ্ধারের পর উপস্থিত লোকজন নিশ্চিত হয় তার মৃত্যু হয়েছে।
এ দিকে, স্থানীয় লোকজন খুঁটির সাপোর্টিং তার কাটার দায়ে জরিনা বেগমকে আটক করেছেন। আটককৃত জরিনা বেগম তার কাটার কথা স্বীকার করে বলেন, এতে বিচারে যা কিছু হয় আমি তা মাথা পেতে মেনে নিব। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
এ ব্যাপারে সদ্য যোগদানকারী সিংগাইর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম কাইজার নূর বলেন, আমি ঘটনাটি শুনেছি। জনৈক এক মহিলা খুঁটি রক্ষার সাপোর্টিং তার কেটে ফেলায় এমন ঘটনাটি ঘটেছে যা দুঃখজনক।
এসএস