শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে আবারো অজ্ঞাত লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। উপজেলার বায়রা ইউনিয়নের সানাইল চকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের রেশ না কাটতেই এবার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোনাপাড়া হাসপাতাল মোড়ে জনৈক রফিকুল ইসলামের ক্ষেতের রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশের আনুমানিক বয়স ৪৮ বছর।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পথচারীরা ঘোনাপাড়া মোড়ে রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। লাশের পরনে ছিল লাল কালো রঙের চেক শার্ট ও জিন্সপ্যান্ট। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। লাশের সুরতহালকারী তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আশরাফুল ইসলাম বলেন, নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও ডান চোখের নিচে দাগ রয়েছে। শরীরের বিভিন্ন অংশে পচন ধরায় প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দু’দিন আগে তাকে ফেলে রেখে গেছে।
এ ব্যাপারে সিংগাইর সার্কেল এএসপি মোঃ আলমগীর হোসেন বলেন, এটি পরিকল্পিত হত্যাকান্ড । তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এ হত্যাকান্ড এখানে ঘটেনি । হত্যাকারি অন্যত্র মেরে এখানে রাতের আঁধারে ফেলে রেখে গেছে। লাশের আঙ্গুলের ছাপ নিয়ে দ্রুত পরিচয় ও হত্যা রহস্য উদঘাটনের চেষ্টা করা হবে। সেই সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।
এসএস