বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামে একই সাথে ৪ বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনা রহস্যাবৃত। কেউ আগুন লাগানোর সুনির্দিষ্ট কারণ বলতে পারছেন না।
রবিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ওই এলাকার আমের আলী , সায়েদ আলী , মোঃ কটন ও মো আমের উদ্দিনের বাড়ি এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে আমির আলীর রান্না ঘর ও বাকী ৩ জনের খড়ের পালা পুড়ে ছাই হয়ে যায়। গভীর রাতে একই সময়ে ৪ বাড়িতে আগুন লাগার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। তারা প্রশাসনের কাছে আগুন লাগার রহস্য উদঘাটনের জোর দাবী জানিয়েছেন।
ধল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখতে পেয়েছি আগুনে পোড়া বাড়িগুলো একই পাড়ায় হলেও এক বাড়ি থেকে আরেক বাড়ির অবস্থান আলাদা- আলাদা । যারা নেশায় আসক্ত রাতে চলাফেরা করে তারাই এমন ঘটনা ঘটিয়েছে বলে আমার ধারণা। ইতিমধ্যে ৩ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে ।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, অগ্নিকান্ডের রহস্য উদঘাটনে দু‘জন অফিসার নিয়োগ দেয়া হয়েছে। জড়িত অবশ্যই আইনের আওতায় আনা হবে।