শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং অন্যান্য কার্যক্রমে বিশেষ অবদানের জন্য টানা চতুর্থ বারের মতো সিংগাইর উপজেলা শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া।
শনিবার (১১ জুলাই ) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এর আগে তিনি ২০১৭, ১৮ ও ১৯ সালে একই অবদানে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন।