বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
মানিকগঞ্জের সিংগাইর-সিরাজপুর সড়কে ট্রাক চাপায় আরিফুল (২৭) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছে তার স্ত্রী রুনা আক্তার (২২)।
শনিবার (১৫ মে) বিকেল সাড়ে ৫ টারদিকে ওই সড়কের মূলবর্গ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের রিয়াজুলের পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সন্তানকে রেখে স্বামী-স্ত্রী মিলে মোটর সাইকেলে করে ঘুরতে যায়। তারা ওই সড়কের সিরাজপুর-পাড়াগ্রাম ব্রীজে যাওয়ার উদ্দেশ্যে মূলবর্গ মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদেরকে চাপা দেয়। এ সময় মোটর সাইকেল চালক আরিফুল ঘটনাস্থলেই নিহত হন। আহত স্ত্রীকে সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শান্তিপুর (বাঘুলি) তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. খালিদ মনসুর বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে লাশ ময়না তদন্ত ছাড়া দাফনের আবেদন করা হয়েছে।