রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে পিকআপের চাপায় একই পরিবারের দু‘শিশু নিহত হয়েছে। নিহত শিশুদ্বয় হচ্ছে -উপজেলা পশ্চিম বাস্তা গ্রামের ইস্রাফিলের কন্যা সুবর্ণা (৯) ও ইশা (২) । আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল পৌনে ৩টার দিকে সিংগাইর-হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা ইউনিয়নের বাস্তা-গাজিন্দা মাদরাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিংগাইর থেকে ছেড়ে আসা পিকআপ (ঢাকা-মেট্টো-ন-১৩-৬৫৭২) মাদরাসার কাছে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন ইস্রাফিলের বাড়িতে ফেলে দেয়। এ সময় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গৃহকর্তার দু‘মেয়ে সুবর্ণা ও ইশাকে পিকআপটি চাপা দেয়। ঘটনাস্থলে বড়বোন সুবর্ণা মারা যায়। ছোট বোন ইশাকে আশংকাজনক অবস্থায় সাভারস্থ একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় সেও মারা যায়। নিহত বড় বোন সুবর্ণা স্থানীয় মর্নিং গ্লোরি স্কুলের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে।
এসএস