রবিবার, ২৫ মে ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ব্যবসায়ের পাশাপাশি অবসর সময়ে পেঁপে চাষ করে প্রথম বারেই আব্দুল হালিমের বাজিমাত। পেঁপে চাষে সফল চাষী আব্দুল হালিম মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খালপাড়া গ্রামের মোঃ রিয়াজ উদ্দিন মিয়ার পুত্র ।
আব্দুল হালিম বলেন, আমার বাড়ির অদূরে ২ বিঘা জমি বন্ধক নিয়ে ৬ মাস আগে ৪০০ চারা রোপণ করে পেঁপে চাষ শুরু করি। ৫ মাস না যেতেই প্রতিটি গাছে প্রচুর পরিমাণ ফলন হয়। প্রথম তোলাতেই হাজার টাকা দরে ২০ মণ পেঁপে ক্ষেত থেকে বিক্রি করি।
তিনি আরো জানান, ১৫ দিন অন্তর অন্তর ২০-৩০ মণ পেঁপে বিক্রি করা যাবে। আর এটা চলবে প্রায় ২ বছর । সেই হিসেবে ওই জমিতে ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে ৩ থেকে ৪ লাখ টাকা পেঁপে বিক্রি করবেন বলে তিনি আশা করেন। দাম ভালো পাওয়ায় আব্দুল হালিম আগামীতে আরো রড় পরিসরে পেঁপে চাষ করবেন বলেও তিনি জানান।
এসএস