রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়ন পরিষদের অদুরে লেবু মিয়া (৪৫) নামের এক মাটি ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। ৩ সন্তানের জনক নিহত লেবু মিয়া ওই ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত মোসলেম বেপারীর পুত্র।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, মাটি ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেওয়ান হায়দার আলী ও লেবু মিয়ার মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। মাস খানেক আগে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার বায়রা ইউনিয়ন পরিষদের সামনে থেকে লেবু মিয়াকে হায়দার ও তার ১০-১২ জন সহযোগী চাইনিজ কুড়াল,রামদা নিয়ে ধাওয়া করে। দৌড়ে পালানোর সময় ইউনিয়ন পরিষদের পেছনে মৃত মান্নান বেপারীর বাড়ি সংলগ্ন রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেলে খুনীরা তাকে এলোপাথারি কুপিয়ে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা মুমর্ষ অবস্থায় লেবু মিয়াকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। নিহতের বড় বোন জহুরা খাতুন নৃশংস এ হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বলেন, কিছুদিন আগে খুনী হায়দার আলীর কয়েকজন লোক আমার ভাইয়ের মাটির ব্যবসার সাথে যুক্ত হলে দ্বন্দ্বের সৃষ্টি হয়। যার কারণে পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে।
সিংগাইর থানার এসআই মোঃ আশরাফুল ইসলাম বলেন, সুরতহাল রির্পোট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে ৫ টি কোপের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি আব্দুস সাত্তার মিয়া বলেন, মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত আছে।
উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা ও এএসপি (সিংগাইর সার্কেল) মোঃ আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসএস