শুক্রবার, ০২ মে ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের পানিশাইল গ্রামের প্রতিবেশির হামলায় আহম্মদ (৩৮) নামের এক যুবক আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আহত আহম্মদ ওই গ্রামের আক্কাছ আলীর পুত্র। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার আসামীরা হচ্ছে – কাইয়ুম গাছি(৩২), মনির গাছি (৩০), আমির গাছি (২৫) ও ছালাম গাছি (৫৫)।
গত শনিবার(১২ডিসেম্বর) সরজমিনে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, ওই গ্রামের আক্কাছ আলী ও প্রতিবেশি ছালাম গাছি পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত ২ ডিসেম্বর দুপুরে ছালাম গাছির পরিবারের লোকজন আক্কাছ আলীর পুত্র আহম্মদ আলীর উপর হামলা করে। এ সময় তাকে কুপিয়ে আহত করে। আহত আহম্মদ আলীর কাছ থেকে হামলাকারীরা ২ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে আহত আহম্মদ আলীর মা ফিরোজা বেগম অভিযোগ করেন।
এদিকে, অভিযুক্ত ছালাম গাছির বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী মনোয়ারা বলেন, আবর্জনা ফেলাকে কেন্দ্র করে মারামারি হয়েছে .কোন টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত আহম্মদ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জড়িত কেউ গ্রেফতার হয়নি । এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান বলেন,. আসামীদের গ্রেফতারের জোর চেস্টা চলছে।
এসএস