রবিবার, ২৫ মে ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের বেগুনটিউরি গ্রামের শ্বশুর বাড়ি থেকে বৃহস্পতিবার (২৩এপ্রিল) সকালে মৌ আক্তার নামে এক প্রবাসির স্ত্রীর লাশ উদ্ধার করেছেন পুলিশ।নিহত গৃহবধূ উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর গ্রামের মকবুল হোসেনের কন্যা।তার স্বামী আলামিন প্রবাসে থাকেন।
জানা যায়, গত ৮মাস পূর্বে মৌ আক্তারের সাথে বেগুনটিউরি গ্রামের ছালাম শেখের পুত্র আলামিন (২৮)এর বিয়ে হয়। বিয়ের দেড়মাস পর স্বামী আলামিন মালয়েশিয়া চলে যান। মৌ আক্তার স্বামীর বাড়িতে শ্বশুর-শাশুড়ির সাথে থাকতেন।
গত বুধবার দিবাগত রাত সাড়ে ১০টারদিকে প্রেমের টানে সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গি মহল্লার পান বিক্রেতা শাহজাহানের পুত্র কোহিনুর ইসলাম (১৮) ও তার অপর সহযোগি একই মহল্লার পলাশের পুত্র রুপমকে (১০) নিয়ে মৌ আক্তারের সাথে দেখা করতে ওই বাড়িতে যান।
বাড়ির চারদিকে বাউন্ডারি দেয়াল থাকায় কোহিনুর সহযোগি রুপমকে পাহারায় রেখে প্রবাসির স্ত্রীর সাথে জানালা দিয়ে কথা বলতে থাকে। এ সময় শ্বশুর-শাশুড়ি টের পেয়ে বাড়ির বাইরে এসে রুপমকে ধরে ফেলে ঘরে আটকে রাখেন।
অপরদিকে, প্রেমিক কোহিনুর পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে লজ্জা-অপমান সহ্য না করতে পেরে মৌ আক্তার গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। পুলিশ আটককৃত রুপমকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেন। নিহতের পরিবারের দাবী, মৌ আক্তারকে শ্বশুর বাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করেছেন।
এ ব্যাপারে লাশের সুরতহালকারী তদন্ত কর্মকর্তা এসআই মোঃ মনোহর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রবাসির স্ত্রী লজ্জা অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।আটককৃত রুপম অল্প বয়সের বিধায় তাকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে বলে তিনি জানান।
এসএস