মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাইনগর চকে ধান কাটার সময় এ ঘটনা ঘটে।
নিহত মো. রতন মিয়া (৩৫) সিরাজগঞ্জের তারাশ উপজেলার নবীপুর গ্রামের ইদ্রিস আলীর পুত্র। স্থানীয়রা জানান, মঙ্গলবার নিহত রতন অন্যান্য শ্রমিকদের সঙ্গে নিয়ে ওই চকে বাচ্চু মিয়ার জমির ধান কাটছিলেন। বেলা ১টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়।
এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। এতে সে মারাত্মক আহত হন। পরে তাকে অন্য শ্রমিকরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত রতনকে নিজ এলাকায় নেয়ার প্রস্তুতি চলছিল।