মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় রমজানে ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ৪ ব্যবসায়িকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপন দেবনাথের নেতৃত্বে সিংগাইর পৌর বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সনের ৩৮ধারায় দোকানে পণ্যদ্রব্যের মূল্য তালিকা না থাকায় মুরগী ব্যবসায়ি রতন মিয়াকে ৬ হাজার, মহসিনকে ৫ হাজার, মনোয়ার হোসেনকে ৫ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ায় কাঁচা মাল ব্যবসায়ি ইন্তাজকে ৫’শত টাকাসহ মোট ১৬হাজার ৫’শত টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপন দেবনাথ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে এ অভিযান অব্যাহত থাকবে।