বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস ও অটো মুখোমুখি সংঘর্ষে অটোচালক শাহ আলম নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন । মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টারদিকে সড়কটির জয়মন্টপ ইউনিয়নের চরনয়াডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, হরিরামপুর থেকে ছেড়ে আসা শুকতারা দ্রুতগতি সার্ভিসের (মেহেরপুর জ-১১-০০১৪) বাসটি আঞ্চলিক মহাসড়কের নয়াডাঙ্গী পৌঁছলে তার বিপরীতদিক থেকে আসা মাছ ভর্তি অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোচালক শাহআলম নিহত হন। বাসটি দক্ষিণ পাশের খাদে পড়ে গেলে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা জানান, ঘন কুয়াশার মধ্যে বেপরোয়া গতিতে গাড়ী চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহআলম সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া বেপারীপাড়া মহল্লার দলিল উদ্দিনের পুত্র ও ১ সন্তানের জনক। আহতরা হচ্ছেন- মোঃ রাসেল (২১), মোঃ সাদেক (৫৫), রেশমা (২৮), গনেশ (৩০), আনিছুর রহমান লাভলু (৫৮), জলিল উদ্দিন (৫৮), যশরথ (৫০), লক্ষণ হালদার (৬০), পনির (৩৮), কুলছুম (৩৮), সোবাহান (৪০) ও জীবন (২১)। আহতরা সকলেই মানিকগঞ্জ জেলা সদর, সিংগাইর, হরিরামপুর ও সাটুরিয়া উপজেলার বাসিন্দা।
সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার সাঈদা বিনতে আনোয়ার বলেন, আহতদের মধ্যে গুরুতর ৭ জনকে বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে। একজন এ হাসপাতালে ভর্তি রয়েছে। আরো ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মোঃ রকিবুজ্জামান বলেন, বাসটিকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ঘটনায় জেলা প্রশাসক এসএম ফেরদৌস, ইউএনও রুনা লায়লা ও সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসএস