Dailybdnews360.Com
- ২৩ জুলাই, ২০২০ / ১৬৬ বার পঠিত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্য সম্পদ রক্ষার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় অবৈধ কারেন্ট জাল বেচাকেনার অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড এবং অবৈধ কারেন্ট জাল বিনষ্টও করা হয়েছে।
বুধবার ( ২২ জুলাই ) বিকেল ৪ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা উপজেলার সিরাজপুর হাটে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারায় দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ৭ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ ও বিনষ্টও করা হয়।অপর দিকে সিংগাইর কলেজ সংলগ্ন স্থানে স্বাস্থ্যবিধি না মেনে গণজমায়েত করার দায়ে দুই ফুচকা বিক্রেতাকে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৫(২) ধারায় ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সঙ্গে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবরার ওয়াহিদ। এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা বলেন, মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে এ অভিযান অব্যাহিত থাকবে।
এসএস