বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জৈল্লা গ্রামে মেছো বাঘের ( ফিশিং ক্যাট) কামড়ে ৪ জন আহত হয়েছেন। জনতার হাতে আটক হওয়ার পর থানায় নেয়ার পথে বাঘটির মুত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার (১১ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
বাঘের কামড়ে আহতরা হচ্ছেন- উপজেলার বলধারা ইউনিয়নের পারিল-নওয়াধা গ্রামের মৃত মেছের আলীর পুত্র আইয়ুব আলী (৪৫), মৃত ফালু মিয়ার পুত্র আব্দুর রহিম (৪২), কদম আলীর পুত্র আবদুল মালেক (৩০) ও বাবর আলীর পুত্র বুলবুল মিয়া (৪৭)। আহতদের সবাইকে স্থানীয় বাজারের নিহাত ফার্মেসীতে প্রাথিমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে ওই ফার্মেসীর পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
সিংগাইর ফরেষ্টার মোঃ ইউসুফ আলী বলেন, বলধারা ইউপির সাবেক মেম্বার জয়নালের বাড়ি জৈল্লা গ্রামে একটি পরিত্যক্ত ঘরে বাঘ ঢুকেছে এমন খবর পেয়ে কর্তৃপক্ষকে অবগত করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে পুলিশ ও এলাকাবাসির সহায়তায় জাল দিয়ে ওই মেছো বাঘটি (ফিশিং ক্যাট) আটক করি । পরে আটককৃত বাঘটি পুলিশের গাড়িতে থানায় আনার পথে ক্রোধে মারা যায়। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরী করেছেন বলেও ফরেস্টার মোঃ ইউসুফ আলী জানান।
এসএস