বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
সিংগাইরে রাতের আঁধারে মোটর সাইকেলে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা । ঘটনাটি ঘটেছে রবিবার ভোর ৪টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নর দাসেরহাটি গ্রামে।
জানা গেছে, উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাসেরহাটি গ্রামের এখলাছ উদ্দিন দেওয়ানের পুত্র সৌরভ হোসেন দেওয়ান (২২) তার ব্যবহৃত এফজেড ভার্সন-৩ মোটরসাইকেলটি শনিবার দিবাগত রাতে শয়নকক্ষের বারান্দায় রেখে ঘুমিয়ে পড়ে। এরপর কে বা কারা রবিবার ভোর ৪টার দিকে ওই মোটরসাইকেলে আগুন দিলে তা সম্পূর্ণ পুড়ে যায়।
এ বিষয়ে সৌরভ জানায়, ভোর ৪টার দিকে হঠাৎ মোটরসাইকেলের চাকার বিকট শব্দ হয়। এতে আমার ঘুম ভেঙে যায়। দরজা খুলে দেখি আমার মোটরসাইকেলের সিটে আগুন জ্বলছে। এ সময় ডাক-চিৎকার শুরু করি। আশপাশের লোকজন এগিয়ে আসে আগুন নিয়ন্ত্রনে আনেন। কে বা কারা আগুন দিয়েছে আমরা দেখিনি। এ ব্যাপারে সিংগাইর থানা অভিযোগ করা হয়েছে।