শুক্রবার, ০২ মে ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা মাই টিভির প্রতিনিধি মোঃ বাদল হোসাইনের পিতা হাজী শাহজাহান মৃধা মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টারদিকে জামির্ত্তা ইউনিয়নের রামকান্তপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী —-রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন তিনি পক্ষাঘাতগ্রস্থ রোগে ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর বাড়ীতেই তার চিকিৎসা চলছিল।
মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকেল ৩ টায় রামকান্তপুর মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। শাহজাহান মৃধার মৃত্যুতে সিংগাইর প্রেসক্লাব সভাপতি মোঃ কোহিনুর ইসলাম রাব্বি ও সাধারণ সম্পাদক মাসুম বাদশাহসহ স্থানীয় সাংবাদিকরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
এসএস