শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে আরমান (৪০) নামের এক গরু ব্যবসায়ীর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর নূরালীকুম ব্রীজের পূর্বপাশে এ ঘটনা ঘটে।
নিহত আরমান ওই এলাকার পূর্ব ভাকুম গ্রামের মৃত সফিজুদ্দি খানের পুত্র ও ৩ সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মোটর সাইকেল চালিয়ে আরমান সিংগাইর সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় তার বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঢাকা গামী যাত্রীবাহী বাস শুকতারা সার্ভিসের মোল্লাহ পরিবহন ( চট্রো মেট্রো-জ-১১-০০৬৪) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটর সাইকেল আরোহী আরমান মারাত্মক আহত হন । পরে তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় থানা পুলিশ বাসটিকে আটক করেছেন। নিহতের পরিবারের বইছে শোকের মাতম।
এসএস