বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশ ৫০০পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হচ্ছেন- উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর পশ্চিমপাড়া গ্রামের মো. আকবর আলীর পুত্র মঞ্জরুল ইসলাম (২৩) ও ওই গ্রামের কদম আলী মন্ডলের ছেলে মতি মন্ডল (৩১)।
থানা পুলিশ জানান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম নেতৃত্বে এএসআই বাবুল, এএসআই তরিকুল ও এএসআই আলমগীর সঙ্গীয়ফোর্স নিয়ে শনিবার (৯জানুয়ারী) বিকেল ৩টার দিকে উপজেলার পূর্ব চারিগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার আব্দুর রাজ্জাকের বাড়ির সামনে রাস্তা থেকে পুলিশ মাদক বিক্রির অভিযোগে ২ জনকে আটক করেন। আটকতৃত মঞ্জরুলের কাছ থেকে ৪০০ পিস ও মতি মন্ডলের কাছে থেকে ১০০পিস ইয়াবা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা ।
পুলিশ আরো জানান, আটককৃদ্বয় দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এসআই আব্দুর রহিম ম বাদী হয়ে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। তাদের রিমান্ডে চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে ।
এসএস