শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : তৃনমূল পর্যায়ে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সিংগাইর উপজেলার মানিকনগর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর সিংগাইর শাখার ব্যবস্থাপক মোঃ রহমত উল্লাহ এজেন্ট ব্যাংকিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
সিংগাইর শাখার প্রিন্সিপাল অফিসার ও বিনিয়োগ প্রধান গোলাম মোস্তফা রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জামির্ত্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজু, বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন মোল্লা ও এজেন্ট হোল্ডার আরজ আলী ইলেকট্্রনিক্স এর স্বত্তাধিকারী মোঃ শাকিল হোসেন প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএস