রবিবার, ০৪ মে ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : সিংগাইর উপজেলার জয়মন্টপ গবাদি পশুর হাটে বেপারীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তিন বেপারীকে রক্তাক্ত জখম করে নিয়েছে ৭ লক্ষাধিক টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ ওঠেছে।
জানাগেছে, সোমবার (২৮সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পূর্বভাকুম গ্রামের মৃত হক আলীর পুত্র শুকুর আলী(৩০), ওমর (৩৫), হানিফ (৪০) এর নেতৃত্বে ২০/২৫ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী দেশিয় অস্ত্র নিয়ে বেপারীদের উপর চড়াও হয়। এলোপাথারি মারপিট করে তিনজনকে গুরুতর আহত করে। আহতরা হলেন, উপজেলার চান্দহর ইউনিয়নের মানিকনগর গ্রামের গরু বেপারী রবিয়াল খেজমত(৪৩) , কহিনুর বেপারী(৪৫), ও বাবু(৩৩)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা রবিয়াল বেপারীর ১লক্ষ ৭৫ হাজার ও কহিনুর বেপারীর কাছ থেকে ৫ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে সিংগাইর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাটের ইজারাদার যুবলীগনেতা মো. আমজাদ হোসেন বলেন, গত শুক্রবার বেপারীদের সাথে হামলাকারীদের বাক-বিতন্ডার ঘটনা ঘটেছিল যা মিমাংসা করে দেয়া হয়েছিল। তারপরও হাটের ভিতরে এ রকম সন্ত্রাসী হামলাসহ টাকা লুটের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি রকিবুজ্জামান বলেন, মারামারির ঘটনার খবর শুনের পুলিশ পাঠান্ োহয়েছিল। এখনো পর্যন্ত কেউ মামলা করতে আসেনি।
এসএস