সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : টেকনাফে পুলিশের গুলিতে মেজর সিনহার মৃত্যুর ঘটনায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া ফাঁড়ির ইনচার্জ লিয়াকতসহ ৩ জনের ৭ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
এছাড়া ৪ জনকে জেলগেটে জিজ্ঞাসবাদের নির্দেশ এবং পলাতক দু’জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। র্যাবের করা রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার রাত ৮টায় এ আদেশ দেন কক্সবাজারের একটি আদালত। প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ড চেয়েছিল র্যাব।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার আদালতে র্যাব এই আবেদন করেছে। সিনহা রাশেদের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস গতকাল বুধবার কক্সবাজার আদালতে মামলাটি করেন। আদালত ওই দিনই মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ দেন। এবং মামলাটি র্যাবকে তদন্ত করতে নির্দেশ দেন। মামলায় মোট ৯ পুলিশ সদস্যকে আসামি করা হয়।
র্যাব-১৫ এর সিইও উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, তারা ৭ আসামির প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে চেয়ে আবেদন করেছেন।
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ তল্লাশিচৌকিতে গত ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান (৩৬)। এ ঘটনার বিচার চেয়ে গতকাল বুধবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহত ব্যক্তির বড় বোন শারমিন।
আদালতের বিচারক তামান্না ফারাহ মামলাটি গ্রহণ করেন। তিনি এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করে সাত দিনের মধ্যে আদালতকে অবহিত করতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দেন। পাশাপাশি মামলাটি তদন্ত করে আদালতকে জানানোর জন্য র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে।
এসএস