বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক শিশু ও দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরো ২৫ যাত্রী আহত হয়েছেন।
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে নারী, পুরুষ ও শিশুসহ ৫ জনকে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বাবুরবাজার এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, যাত্রীবাহী বাসটি বিকেলে সিলেট থেকে জকিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে বাবুরবাজার নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে এক শিশু ও দুই নারী নিহত হন। এসময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে আহতদের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
এক শিশু ও দুই নারী নিহত হয়েছেন জানিয়ে জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবদুন নাসের বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।
এসএস/