সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার সময়ের সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
এছাড়া, হামলায় জড়িতদের শাস্তিসহ কয়েক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় রাজু ভাস্কর্যে ছাত্র-জনতার সমাবেশ করা হবে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় হামলায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়ার দাবি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হামলাকারীদের বহিষ্কারেরও দাবি জানানো হয়েছে।
কর্মসূচি ঘোষণা করে ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেন বলেন, ‘ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে সমন্বয় করে হামলা করা হয়েছে। আমাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে এসব চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে।
তিনি বলেন, ‘ছাত্রলীগের যেসব সন্ত্রাসী সাদ্দাম এবং সনজিতের নেতৃত্বে হামলা করেছে, তা সিসিটিভি ক্যামেরার ফুটেজে আছে। অতিসত্বর সেই ফুটেজ প্রকাশ করতে হবে। যদি প্রকাশ করা না হয়, সেক্ষেত্রে প্রশাসনের লেজুরবৃত্তি আরেকবার প্রস্ফুটিত হবে। যে প্রক্টর ব্যবস্থা নিতে পারেনি, তাকে পদত্যাগ করতে হবে। আর কোনো আবরারের লাশ আমরা দেখতে চাই না।’
আকতার হোসেন বলেন, আমাদের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করা হচ্ছে। আগামীকাল বিকেল ৩টায় রাজু ভাস্কর্যে ছাত্র-জনতার সমাবেশ হবে। এতে সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছি।’
পরে রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থী হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
এনএস