বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : সুরা বাকারা এর শেষ দুই আয়াত
من به والمؤمنون . كل امن ۲۸۶ – آمن الرسول بن انزل اليه غفرانك ربنا وإليك المصير له د ک تقرق بين أحي من شلمش وقالوا سمعنا وأطعنا پال ملكته وكتبه
উচ্চারণ: আয়াত ২৮৫: আ- মানার রাসূলু বিমা উনযিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মু মিনুন। কুল্লুন আ মানা বিল্লাহি ওয়া মালাইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রুসুলিহি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির কলিহা ওয়া কাল সামিনা ওয়া আতা’না গুফরানাকা রানা ওয়া ইলাইকাল মাসীর। অর্থঃ রসুল, তাহার প্রতি তাহার প্রতিপালকের পক্ষ হইতে যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে ঈমান আনিয়াছে এবং মুমিনগণ। তাহাদের সকলে। আল্লাহে, তাহার মালায়েকগণে (ফেরেশতাসমূহে),
তাহার কিতাবসমূহে এবং তাহার রসূলগণে ঈমান
আনয়ন করিয়াছে। তাহারা বলে, আমরা তাহার রাসূলগণের মধ্যে কোন তারতম্য করি না, আর তাহারা বলে, আমরা শুনিয়াছি এবং পালন করিয়াজি’ হে আমাদের প্রতিপালক! আমরা তোমার মা চাই আর প্রত্যাবর্তন কি তোমার নিকট।
– لا الله الله تفتار و شهاد تماما كيت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطاء على النت من تلقاء را ولا لا مالا طاقة كتابه: واقعاء واغفركتاته وازاستان مولا
উচ্চারণঃ আয়াত ২৮৬ লা ইউ কার্িফুল্লাহু নাফসান ইল্লা উসআহা-। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাবাত। রাখনা লা-তু আখিজনা ইন্লাসগীনা আও আখতা না, রাতকানা ওয়ালা তাহমিল আলাইনা
ইস রান কামা হামালতাছ আলাল্লাহীনা মিন কারবলিনা রাকানা ওয়া লা তুহাম মিলনা মা-লা-তা কাতালানা বিহী, ওয়া ফু-আন্না ওয়াপৃফিরলানা ওয়র হামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরীন।
অর্থ: আল্লাহ কাহারও উপর এমন কোন কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যাহা তাহার সাধ্যের বাহির সে ভাল যাহা উপার্জন করে তাহার প্রতিফল তাহারই এবং সে মন্দ যাহা উপার্জন করে তাহার প্রতিকল তাহারই। হে আমাদের প্রতিপালক! যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি তবে তুমি আমাদিগকে পাকড়াও করিও না। হে আমাদের প্রতিপালক! আমাদের পূর্ববর্তীগণের উপর যেমন গুরুদায়িত্ব অর্পণ করিয়াছিলে আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করিও না। হে আমাদের প্রতিপালক! এমন ভার আমাদের উপর অর্পণ করিও না যাহা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মােচন কর, আমাদিগকে ক্ষমা কর, আমাদের প্রতি দয়া কর, তুমিই আমাদের অভিভাবক। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য কর।
এসএস