বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনার তাণ্ডব এখনও চলছে বিশ্বব্যাপী। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না এই ভাইরাসটি। প্রতিদিন মৃতের তালিকায় নাম উঠছে হাজার হাজার মানুষের। আক্রান্তের সংখ্যাও হচ্ছে দীর্ঘ। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ শুক্রবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৩১২ জন। মারা গেছেন ২১ লাখ ১৬ হাজার ৪৩৬ জন।
সর্বশেষ তথ্যমতে এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৭ কোটি ৯ লাখ ২০ হাজার ২৫০ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে ব্রাজিল। তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০তম।
গতকাল শুক্রবার পর্যন্ত বাংলাদেশে মোট ৫ লাখ ৩০ হাজার ৮৯০ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময় পর্যন্ত করোনায় মারা গেছেন ৭ হাজার ৯৮১ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।
২০২০ সালের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে অদৃশ্য ভাইরাসটি।
এসএস