বুধবার, ১৪ মে ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে।
আটককৃত ওই ব্যক্তির নাম- মনির হোসেন। এই ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা হয়েছে।আটককৃত মনির হোসেনের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা উপজেলায়। তার পিতার নাম-মিরাজ মিয়া।
সোনারগাঁও থানার এসআই রুস্তম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে অভিযান চালায়।
এসময় পুলিশ ওই এলাকার ইকবাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া মনির হোসেনকে (৩৫) একটি বিদেশি সুটারগান, চার রাউন্ড গুলি ও ২ পিস গুলির খোসাসহ আটক করে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ।
এসময় পুলিশ বিদেশি অস্ত্র ও গুলিসহ মনির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।