বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
আটক স্বামী ও নিহত স্ত্রী।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গা ইউপির প্রথমপাশা যুগিনিঘর হাওর থেকে গত ২ ডিসেম্বর অজ্ঞাতনামা তরুণীর মাথাবিহীন লাশ উদ্ধার করে। এর সাতদিন পর ৯ ডিসেম্বর সকালে ওই তরুণীর ছিন্ন মাথা উদ্ধারের পর ঘটনার ক্লু উদঘাটন করেছে পুলিশ।
নিহতের নাম সন্ধ্যা ওরফে শাহনাজ (২০)। নিহত শাহনাজের বাড়ি বরিশালে। পরকীয়ার জেরে শ্বাসরোধ করে হত্যার পর শাহনাজের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে স্থানীয় যুগিনিঘর হাওরের পৃথক দুই স্থানে দেহ ও মাথা কাদার নিচে গুম করে রাখে স্বামী মোজাম্মেল।
সোমবার রাতে ওসমানীনগর থানা পুলিশের হাতে গ্রেফতারের পর মঙ্গলবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত সিলেটের সিনিয়র জুডিশিয়াল এক নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট কাকন দে’র নিকট দণ্ডবিধির ১৬৪ ধারায় ঘাতক স্বামী মোজাম্মেল জবানবন্দি প্রদান করেন।
বুধবার বিকালে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম)-এর অফিসে এক প্রেসব্রিফিং করে ঘটনার ক্লু উদঘাটনের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। গ্রেফতারকৃত মোজাম্মেল মিয়া (২৪) ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউপির দক্ষিণ কলারাই গ্রামের মৃত জিলু মিয়ার ছেলে।
আদালতের বরাত দিয়ে ওসমানীনগর থানার সেকেন্ড অফিসার এসআই সুজিত চক্রবর্তী জানান, (ওসির দায়িত্বপ্রাপ্ত) নিহত তরুণী সন্ধ্যা ওরফে শাহনাজ ছিলেন খ্রিস্টান। ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করায় তার পরিবার প্রায় এক বছর আগে শাহনাজকে বাড়ি থেকে বের করে দেয়।
পরে সিলেটের শেরপুর এলাকায় ঘুরাঘুরি করতে দেখে স্বামী মোজাম্মেলের খালু নূরুল ইসলাম শাহনাজকে নিয়ে এসে কলারাই গ্রামের নূরুলের বাড়িতে আশ্রয় প্রদান করেন। এরপরই মোজাম্মেলের সঙ্গে পরিচয়ের পর দু’জনের মধ্যে প্রেম হয়। একপর্যায়ে বছরখানেক পূর্বে সন্ধ্যা ওরফে শাহনাজকে বিয়ে করে মোজাম্মেল।
বিয়ের পর বেশ কিছুদিন একসঙ্গে থাকার পর রাজমিস্ত্রি মোজাম্মেল কাজের সন্ধানে চট্টগ্রাম যাবার আগে উপজেলার বরুঙ্গা এলাকার মোজাম্মেলের চাচা জয়নালের বাড়িতে রেখে যান স্ত্রী শাহনাজকে। দীর্ঘদিন স্বামীর অবর্তমানের সুযোগে শাহনাজ বুরুঙ্গা এলাকার জনৈক মোহন নামের এক ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পরে শাহনাজ।
বিষয়টি জানা পর স্বামী মোজাম্মেল মেনে নিতে না পেরে এলাকায় এসে কৌশলে স্ত্রী শাহনাজকে ফুসলিয়ে গত ৩০ নভেম্বর ওসমানীনগরের বুরুঙ্গা ইউপির প্রথমপাশা যুগিনিঘর হাওরে গভীর রাতে স্ত্রী শাহনাজকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর মাথা বিচ্ছিন্ন করে লাশ গুম করে রাখে ঘাতক স্বামী মোজাম্মেল।