বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজধানীর মতিঝিল থানার দক্ষিণ কমলাপুর এলাকায় স্ত্রীর ওপর অভিমান করে ওয়াসিম রানা (৩২) নামের এক তরুণ আত্মহত্যা করেছেন। তিনি পেশায় হকার ছিলেন।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে ঘরের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন ওয়াসিম। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।
ওয়াসিমের স্ত্রীর বড় ভাই লিটন জানান, দক্ষিণ কমলাপুরের একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন ওই দম্পতি। বুধবার তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে অভিমান করে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন ওয়াসিম। অচেতন অবস্থায় দ্রুত ঢামেকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওয়াসিমের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার কেয়ারী গ্রামে। এক মেয়ের জনক ছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএস