বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার : করোনা ঝুঁকি দেখা দেয়ায় পাঁচদিন বন্ধ থাকার পর আবার শেরে বাংলা মুখর ক্রিকেটারদের কলতানে। ঘড়ির কাঁটা সকাল ৯টা ছোঁয়ার আগেই এসে সমবেত হন ক্রিকেটাররা। সকাল শুরু হয় মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজকে দিয়ে।
মেহেদি মিরাজের নাম শুনে নিশ্চয়ই চমকে উঠছেন? মিরাজ শেরে বাংলায় এলেন কী করে? এ অফস্পিনার কাম মিডলঅর্ডার তো এতদিন খুলনায় ছিলেন, শেখ নাসের স্টেডিয়ামে অনুশীলন করছিলেন। তিনি আবার হুট করে হোম অব ক্রিকেটে কেন? উত্তর হলো, যেহেতু সামনে শ্রীলঙ্কা সফর এবং মেহেদি মিরাজ টেস্ট দলে প্রায় অটোমেটিক চয়েজ, তাই তার অবস্থা খুঁটিয়ে দেখতেই ঢাকায় নিয়ে আসা।
আজ (বুধবার) সকাল সকাল মিরাজ ঘাম ঝরালেন শেরে বাংলায়। ফিজিক্যাল ফিটনেস ট্রেনিংয়ের একপর্যায়ে প্রায় আধঘন্টা টানা রানিং করলেন শেরে বাংলার সবুজ গালিচায়। স্থানীয় ট্রেনার তুষার কান্তি হাওলাদার তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেন। মিরাজ শর্ট স্প্রিন্ট টানলেন। আবার ক্রস রানিংও করলেন। বোঝাই গেল তার ফিটনেস লেভেল খুঁটিয়ে দেখা হচ্ছে।
তারও আগে শেরে বাংলার সেন্টার উইকেটে ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন মুশফিকুর রহীম। এক টানা প্রায় ৪০ মিনিট ব্যাটিং প্র্যাকটিসের পর ড্রেসিংরুমে গিয়ে ঠিক ৫ মিনিটের মধ্যে গ্লাভস নিয়ে আবার মাঠে নেমেছেন তিনি।
এবার উইকেট কিপিং অনুশীলন শুরু। প্লাস্টিকের স্লাইডে বল ছুড়ে কিপিং প্র্যাকটিস করলেন মিস্টার ডিপেন্ডেবল। কিছুক্ষণ কথা বলে নেন অনুজ সতীর্থ তাইজুলের সঙ্গে। মুশফিক-মিরাজদের পাশাপাশি অনুশীলনে আসা সৌম্য সরকারও অনেকক্ষণ ব্যাটিং করেছেন শেরে বাংলার উইকেটে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস