সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
ছবি প্রতীকী।
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ১২ বছরের ছোট ভাইকে আসামি সাজিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়ে উধাও হয়েছে মানবপাচার অভিযুক্ত আলাউদ্দিন নামে এক যুবক। আলাউদ্দিনের পরিবর্তে সে সময় আদালতে আত্মসমর্পণ করানো হয়েছিল ১২ বছর বয়সী ছোটভাই শিশু রফিকুল ইসলামকে। রফিকুল কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া এতিমখানায় থাকতো। সে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
আলাউদ্দিনের বাড়ি রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চমুদারপাড়া পাড়ায়।
২২ ডিসেম্বর শেষ হচ্ছে আলাউদ্দিনের ৮ সপ্তাহের আগাম জামিনের মেয়াদ। আগামীকাল ২৩ ডিসেম্বর চট্টগ্রাম জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন নিতে হবে তাকে। কিন্তু এদিন কে হাজির হচ্ছেন (প্রকৃত আলাউদ্দিন নাকি রফিকুল ইসলাম) দেখার বিষয়।
জানা গেছে, ২০১৮ সালের ২৯ অক্টোবর চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে আলাউদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মানব পাচারের মামলা দায়ের হয়। মামলা করেন চট্টগ্রামের লোহাগড়া উপজেলার উজানটিয়ার বাসিন্দা নুরুল ইসলাম।
বিচারিক আদালত ৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে চলতি বছরের ২৮ অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আলাউদ্দিনের বদলে তার ছোটভাই রফিকুল ইসলামকে দাঁড় করানো হয়। আদালত ১২ বছর বয়সী শিশু রফিককে আলাউদ্দিন মনে করে ৮ সপ্তাহের আগাম জামিন দেন।
ওইদিন বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ‘মানবপাচার মামলায় জামিন পেল ১২ বছরের শিশু আলাউদ্দিন’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হলে রামুতে তোলপাড় শুরু হয়। প্রকাশিত সংবাদে আলাউদ্দিনের জায়গায় ছোটভাই রফিকুল ইসলামের ছবি দেখে হতবাক হন লোকজন। এরপর আলাউদ্দিন মা রিজিয়া বেগম ও ছোটভাই রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে উধাও হন। পুলিশ তাদের হন্য হয়ে খুঁজতে থাকে।
বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিএম জাহিদ হোসেন বলেন, মিথ্যা তথ্য উপস্থাপন করে হাইকোর্টকে বোকা বানিয়ে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়েছিল আলাউদ্দিন। ২২ ডিসেম্বর শেষ হবে আগাম জামিনের মেয়াদ। ২৩ ডিসেম্বর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে। প্রশ্ন হচ্ছে-আদালতে কে আসবেন- প্রকৃত আলাউদ্দিন নাকি হাইকোর্টে প্রক্সি দেওয়া ছোটভাই রফিকুল ইসলাম ? আমরা তা দেখার অপেক্ষায় আছি।
শনিবার দুপুরে আলাউদ্দিনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বাড়ির পাশের বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম হাবিব উল্লাহ বলেন- প্রতারণা ফাঁস হলে আলাউদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে গা ঢাকা দিয়েছে।
আলাউদ্দিনের ভাবি ইসমাত আরা জানান, আলাউদ্দিনের বয়স ২২ বছর। সে মানবপাচার মামলার আসামি হওয়ার পর ১২ বছর বয়সী ছোট ভাই রফিকুল ইসলামকে আলাউদ্দিন পরিচয়ে উচ্চ আদালত থেকে জামিন পায়। আমরা পত্রপত্রিকা এবং টেলিভিশনে বিষয়টি দেখে অবাক হয়েছি। কারণ, রফিকুল ইসলাম কি করে আলাউদ্দিন হলো?
স্থানীয় ইউপি সদস্য শফিউল্লাহ জানান, আলাউদ্দিনের স্থলে রফিকুল ইসলামকে দেখিয়ে উচ্চ আদালতকে বিভ্রান্ত করা হয়েছে। ঘটনাটি চরম প্রতারণা ও দুঃখজনক।
এতিমখানার পরিচালক মাওলানা শফি জানান, অসুস্থতার অজুহাতে দুই মাস আগে ছুটি নিয়ে সে বাড়ি চলে গেছে। শনিবার পর্যন্ত সে আর এতিমখানায় ফিরে আসেনি।
রামু থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, গণমাধ্যম ও স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর অভিযুক্ত আলাউদ্দিনসহ তার পরিবারের লোকজনকে হন্য হয়ে খুঁজছে পুলিশ।
এসএম