মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
কক্সবাজারে ছিনতাই করা মোবাইলসহ আটক ২ ছিনতাইকারী।ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক : কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছে মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের দুই যুবক। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ৪৯টি স্মার্ট ফোন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকা থেকে তাদের আটক ও মোবাইলগুলো জব্দ করা হয়।
আটকরা হলেন, কক্সবাজারের চকরিয়ার খুটাখালী গর্জনতলী এলাকার ৪নং ওয়ার্ডের নুর মোহাম্মদের ছেলে আব্দুল আজিজ (৩০), একই এলাকার লেদু মিয়ার ছেলে মনুর আলম (২১)। এ ঘটনায় পলাতক রয়েছে নুর মোহাম্মদের ছেলে আব্দুল হালিম (৩৫)।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া জানান, খবর পাই খুটাখালী এলাকার একটি চক্র ছিনতাই করা মোবাইল ফোন নিয়ে রমরমা ব্যবসা করছিল। তখন থেকে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। অবস্থান নিশ্চিত হয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে আব্দুল হালিমের দোকান ও বাসা তল্লাশি করে ৪৯টি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়। এ সময় বাসা ও দোকান থেকে আব্দুল আজিজ ও মনুর আলমকে আটক করা হয়।
ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন,আব্দুল হালিমের সঙ্গে জেলার বিভিন্ন চোর, ডাকাত, সন্ত্রাসী ও ছিনতাইকারীদের যোগাযোগ আছে। চোরাই মোবাইল সেটগুলো সংগ্রহ করে তিনি দোকানে বিক্রি করতেন। আব্দুল হালিম পলাতক রয়েছেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম