মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
তফসিল অনুযায়ী (১১ নভেম্বর) বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের তালিকা ভুক্ত মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল ইউনিয়নের প্রার্থীদের প্রচার প্রচারণার কাজ প্রায় শেষের দিকে।
এখন শুধু সময়ের অপেক্ষা। দেখা গেছে প্রতীক পাওয়ার পর থেকে প্রত্যেক ইউনিয়নের সকল প্রকার প্রার্থীদের প্রচার- প্রচারণাও চোখে পড়ার মতো। (৯অক্টোবর) রাত ১২টার পূর্বো পর্যন্ত বিপুল উৎসাহ-উদ্দীপণা নিয়ে প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেছেন।
সরেজমিন বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা থাকলেও বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া বড় ধরনের কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
নির্বাচনী পরিবেশ স্বাভাবিক বলে মনে হয়েছে। তাছাড়া বৃহস্পতিবার নির্বাচন উপলক্ষ্যে ভোট কেন্দ্রের আশপাশের এলাকায় পরিলক্ষিত হয়েছে সাজ সাজ রব। নির্বাচন অফিসের তথ্যমতে এদিন নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ৩৭ জন, সংরক্ষিত সদস্য ১০৩ জন এবং সাধারণ সদস্য পদপ্রার্থী ২৯৭ জন।
ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় বায়রা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ও বতর্মান চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
সিংগাইর উপজেলা নির্বাচন অফিসার মাহবুব রোমান চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।